এক নজরে ঢালারচর ইউনিয়ন পরিষদ :
আয়তন : ৩৮.০৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা : ১৭৭৪৪ জন।
ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ৫১৪.৮৪ জন।
ভোটার সংখ্যা : ৯,০০৪ জন।
নির্বাচনী এলাকা : ৬৯ পাবনা-২ (বেড়া সুজানগর)
উপজেলা : বেড়া
জেলা : পাবনা।
কমিউনিটি ক্লিনিক : ০১ (এক) টি।
আবাদী জমি : ২,৯০০ হেক্টর।
স্বাস্থ্য কেন্দ্র : ০১ (এক) টি।
ডাকঘর : ০১ (এক) টি।
নদী : ০২ (দুই) টি।
দশণীয় স্থান : উল্লেখযোগ্য কোন দর্শণীয় স্থান নেই।
আদিবাসি : নাই।
শিক্ষার হার : ৩৪.৪৪%
কৃষি : ধান, পাট, বাদাম, মাশকালাই, খেসারী কালাই, গম, পটল, মচির, পিয়াজ, রসুন ইত্যাদি ফসল উতপন্ন হয়।
দূর্যোগ পূর্ণ এলকা কি না? : হা
হাট বাজার : ০৪ (চার) টি।
পাকা রাস্তা : ০১ (এক) টি।
কাচা রাস্তা : ৪০ (চল্লিশ) কিলোমিটার।
শিক্ষা প্রতিষ্ঠান : নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১ টি, কলেজ নাই, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৪ টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৫ টি, মাদরাসা ০১ টি।
এতিম খানা : না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS