কৃষি তথ্যসার্ভিসঃ কৃষি সম্প্রসারন অধিদপ্তরে দায়িক্ত হলো সকল শ্রেনির চাষীদের কে তাদের চাহিদা ভিত্তিক ফল প্রসু ও কার্যকর সম্প্রসারন সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও অর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং, ICM ওIPM স্কুলের মাধ্যমে দল গঠন, সকল কুষি বিষয়ক পরামশ্য প্রদান ও নতুন নতুন কৃষি প্রযুক্তি হস্তান্তর ও ফসলের নতুন জাত চাষীদের মাঝে সম্প্রসারন করা। আধুনিক কৃষি ও যান্ত্রিক চাষাবাদ বিষয়ক সহায়তা প্রদান। কৃষকরা যেন তাদের সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সম্ভাব্য সমাধানও খুজেপেতে পারেন সে ব্যাপারে সাহায্য কারা। স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সাম্প্রসারন কর্মকান্ড বাস্তবায়ন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS